ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিনটি অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুন ১২, ২০১৫
প্রথম দিনটি অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ

ঢাকা: জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে চার উইকেটে ২৫৮ রান করেছে অস্ট্রেলিয়া। এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৯ উইকেটের দাপুটে জয় পায় অজিরা।

তাই সিরিজ হার এড়াতে ক্যারিবীয়দের এ ম্যাচে জয়ের বিকল্প নেই।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ দলপতি দিনেশ রামদিন। ব্যাটিংয়ে নেমে রানের খাত‍া না খুলেই আউট হন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। দলীয় ১৬ রানের মাথায় আরেক ওপেনার শন মার্শ (১১) ফিরে গেলে চাপের মুখে পড়ে সফরকারীরা।

তবে, তৃতীয় উইকেটে ১১৮ রানের পার্টনারশিপ গড়েন স্টিভেন স্মিথ ও মাইকেল ক্লার্ক। ব্যক্তিগত ৪৭ রানে অজি অধিনায়ক ক্লার্ক ফিরে গেলেও অপর প্রান্তে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন স্মিথ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যাডাম ভোজেস ৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। স্মিথ ১৩৫ ও শেন ওয়াটসন ২০ রানে অপরাজিত রয়েছেন।

ক্যারিবীয়দের হয়ে জেরম টেইলর একাই তিনটি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জুন ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।