ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘প্রাণ’ ফিরে পেল ফতুল্লা টেস্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুন ১২, ২০১৫
‘প্রাণ’ ফিরে পেল ফতুল্লা টেস্ট ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: প্রথম দিনে একক আধিপত্য দেখিয়েছে ভারত। বাংলাদেশের বোলাররা সেদিন ভারতের একটি উইকেটের পতনও ঘটাতে পারেনি।

দ্বিতীয় দিনের পুরোটা ভেসে গেছে বৃষ্টিতে। তৃতীয় দিনের সকালে ফতুল্লায় সূর্য এভাবে হেসে উঠবে তা অনেকেই ভাবেন নি।

সূর্যের আলোর সঙ্গে ঝলকাচ্ছেন বাংলাদেশের স্পিনাররাও। তৃতীয় দিনের প্রথম সেশনেই ভারতীয় তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে কিছুটা উজ্জীবিত বাংলাদেশ শিবির।
 
স্বাগতিকদের সাফল্যে দর্শকও বাড়তে শুরু করেছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ-ভারত এক ম্যাচের টেস্ট সিরিজ।
 
তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৯৮ রান। যার মধ্যে প্রথম দিনের করা বিনা উইকেটে ২৩৯ রান বাদ দিলে, তৃতীয় দিনের সকালের সেশনে সফরকারীরা করেছে ৩৭ ওভারে ১৫৯ রান।
 
তৃতীয় দিনের শুরুতে সাবলীলভাবেই ব্যাট চালাচ্ছিলেন শিখর ধাওয়ান-মুরালি বিজয়। ১৫০ রানে অপরাজিত থাকা ধাওয়ান আর ২৩ রান যোগ করে ব্যক্তিগত ১৭৩ রানে সাজঘরে ফেরেন। সাকিব আল হাসানের ঘূর্নিতে বোকা বনে যান এই সেট ব্যাটসম্যান।

এরপর সাকিবের আরেকটি অসাধারণ ডেলিভারীতে বোল্ড হন রোহিত শর্মা (৬)। সাকিবের জোড়া আঘাতের পর লেগস্পিনার জুবায়ের হোসেনের বল বিরাট কোহলির স্টাম্প ছুঁয়ে দিলে চাপে পড়ে ভারত।
 
২৭ রানের ব্যবধানে তিন উইকেট হারানো ভারতীয় দলে আসার প্রদীপ হয়ে জ্বলছেন বিজয়।   ১৪৪ রানে অপরাজিত এই ওপেনার।   বিজয়কে যোগ্য সঙ্গ দিচ্ছেন আজিঙ্কা রাহানে।   ৫৫ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বিজয়-রাহানে জুঁটিতে ইতোমধ্যে যোগ হয়েছে ৮৮ রান।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।