ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের আরেকটি রেকর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫
সাকিবের আরেকটি রেকর্ড ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার দেশের হয়ে অনন্য এক রেকর্ড গড়লেন।

দেশের মাটিতে শততম টেস্ট উইকেট পেয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে সাকিব দেশের মাটিতে তার শততম টেস্ট উইকেট অর্জন করেন।

আর এ উইকেটের মালিক হয়ে দেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম বোলারও সাকিব।

টেস্টে ৩৯তম ম্যাচ খেলা সাকিব দেশের মাটিতে ২৮তম টেস্ট ম্যাচে নেমেছেন। ধাওয়ানের উইকেট তুলে নেওয়ার মধ্য দিয়ে তিনি টেস্ট ক্যারিয়ারে ১৪৩তম উইকেটের মালিক হন।

দেশের মাটিতে সাকিবের পর টেস্ট উইকেটের দিক দিয়ে দুই নম্বরে রয়েছেন মোহাম্মদ রফিক। তার উইকেটের সংখ্যা ১৮ টেস্টে ৬৬। টাইগারদের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট পাওয়া সাকিবের পরের স্থানে সেই রফিক। যিনি ৩৩ টেস্টে নিয়েছেন ১০০ উইকেট।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১২ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।