ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার হাঁটছে আরও কঠোর পথে। ম্যাচ চলাকালে জাতীয় দলের অন্তর্ভূক্তই কেবল নয়, যারা বোর্ডে চুক্তিবদ্ধ তারা কি করতে পারবেন, কি করতে পারবেন না তা নিয়ে বেশ সজাগ রয়েছে বিসিবি।
তারই ধারাবাহিকতায় ভারতের সঙ্গে সিরিজ শুরুর আগেই জাতীয় দলের ক্রিকেট সংশ্লিষ্টদের একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলে দেওয়া হয়েছে ম্যাচ চলাকালে কোনও চুক্তিবদ্ধ খেলোয়াড় কোনও সংবাদমাধ্যমে কলাম লিখতে পারবেন না।
কিন্তু সেই শর্তই ভঙ্গ করেছেন জাতীয় দলের অন্যতম সেরা পেসার ও দলের ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডের অধিনায়ক মাশরাফি বিন মুতর্জা।
ফতুল্লায় ভারতের সঙ্গে যখন টেস্ট ম্যাচ চলছে তখন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হচ্ছে তার কলাম। আর বিষয়টি সহজভাবে নেয়নি বিসিবি।
মাশরাফিকে এ ব্যাপরে চিঠি দিয়ে সতর্ক করা হচ্ছে বলে একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
এদিকে, মাশরাফি বলছেন, যেহেতু টেস্ট স্কোয়াডে নেই সেহেতু কলাম লেখায় তার বাধা নেই।
তবে বিসিবির উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ভারতীয় ক্রিকেট দলের ঢাকা সফর শুরু হওয়ার আগেই এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আর মাশরাফি বিন মুর্তজা সে নির্দেশনা অমান্য করছেন।
বাংলাদেশ সময় ১৯১৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এমএমকে