ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের খেয়ালিপনা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ১২, ২০১৫
সাকিবের খেয়ালিপনা! ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: খেলা শেষে দলের সেরা পারফরমার সংবাদ সম্মেলনে আসেন-এটাই অলিখিত নিয়ম। এমন নিয়ম মেনেই শুক্রবার (১২ জুন) ফতুল্লা টেস্টের তৃতীয় দিন চার উইকেট পাওয়া সাকিব আল হাসান-ই এলেন সংবাদ সম্মেলনে।

সাংবাদিকদের নানা  প্রশ্নের উত্তর দিয়ে ফিরছিলেন ড্রেসিং রুমের দিকে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের মধ্যভাগ তখন ত্রিপল দিয়ে আবৃত।   ত্রিপলে জমে থাকা পানির উপর হাঁটতে ইচ্ছে হলো সাকিবের। কেডস খুলে এক হাতে নিয়ে পানিতে পা ভেজাতে শুরু করেন দেশসেরা এই ক্রিকেটার।

আষাঢ়ের আগমনী বার্তার এমন বৃষ্টি হয়তো সাকিবকে একটু খেয়ালিই করে তুলেছিল।

শুধু বৃষ্টির পানিতে দুই পা সিক্ত করেই ক্ষান্ত থাকেননি। শরীরও ভিজিয়েছেন!  হেঁটে হেঁটে মাঠের শেষ প্রান্তে এসেই ভেজা ঘাসের ওপর বুক চিতিয়ে  ড্রাইভ দেন সাকিব। স্টেডিয়ামের খুব কম মানুষই প্রত্যক্ষ করতে পেরেছেন সাকিবের মজার এ মূহুর্তটি।

তিন দিন ধরে ফতুল্লা টেস্ট নিয়ে বৃষ্টি খেলা করে যাচ্ছে।   বৃষ্টির সঙ্গে তো খেলা করা সম্ভব নয়। তাই হয়তো বৃষ্টির পানি নিয়েই খেললেন সাকিব!

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ১২ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।