ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুল রেকর্ড-বঞ্চিত হওয়ায় তামিমের আক্ষেপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
মুমিনুল রেকর্ড-বঞ্চিত হওয়ায় তামিমের আক্ষেপ ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ইতিহাস গড়ার খুব কাছে থেকে ঘুরে এসেছেন মুমিনুল হক। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে অর্ধশতক করতে পারলেই টানা ১২ টেস্টে অর্ধশতকের রেকর্ডটি গড়া হয়ে যেত এ বাঁহাতি ব্যাটসম্যানের।

উঠতেন রেকর্ড বইয়ের চূড়ায়, বসতেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের পাশে। কিন্তু সেটা আর হলো কই?

ব্যক্তিগত ৩০ রানে স্বভাববিরুদ্ধভাবে ডাউন দ্য উইকেটে এসে হরভজন সিংকে তুলে মারতে গিয়ে ধরা পড়েন উমেশ যাদবের হাতে। মুমিনুলের রেকর্ডটি না হওয়াতে আফসোস হচ্ছে দলের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবালের। শনিবার সাংবাদিক সম্মেলনে তামিম আক্ষেপ নিয়ে বলেন, ‘অনেক বড় একটা রেকর্ডের সামনে ছিল মুমিনুল। রেকর্ডটা হলে মুমিনুল এবং দেশের জন্য ভালো হতো। ও (মুমিনুল) কখনো রেকর্ড নিয়ে মাথা ঘামায় না। তবে টিমমেট হিসেবে খারাপ লাগছে। ’
 
টানা ১২ টেস্টে অর্ধশতক করার সুযোগ হারিয়ে যায়নি মুমিনুলের। দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক ছুঁতেও পারেন তিনি। কিন্ত বৃষ্টি-বিঘ্নিত ফতুল্লা টেস্টে এমন ভাবণা আশা অর্বাচীন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা মানে কাল শেষ দিনে (ম্যাচের পঞ্চম দিন) দ্রুত অলআউট হতে হবে। সেটা স্বাভাবিকভাবেই চাইবে না বাংলাদেশ। চান না তামিমও, ‘এমনটা কখনোই চাই না। ও দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে তো আমাদেরই সমস্য (হাসি)। ’
 
পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে অর্ধশতক করে ভারতের কিংবদন্তি টেন্ডুলকারকে পেছনে ফেলেন বাংলাদেশের ক্রিকেটের ‘ব্র্যাডম্যান’ খ্যাত এই ব্যাটসম্যান। টানা ১১ টেস্টে অর্ধশতক হাঁকিয়ে ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস, ভারতীয় ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের পাশে বসেন মুমিনুল।

২০১৩ সালের অক্টোবর থেকে খেলা টানা ১১ ম্যাচের যে কোনো এক ইনিংসে পঞ্চাশ বা তারও চেয়ে বেশি রান করেন মুমিনুল। আর ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ ম্যাচে অর্ধশতক করে রেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।