ঢাকা: মাশরাফি বিন মোতুর্জাকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে টেস্ট ম্যাচে বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে সিরিজেও জায়গা পাননি।
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে উইকেটকিপার হিসেবে থাকা লিটন কুমার দাশও রয়েছেন রঙ্গিন পোশাকের স্কোয়াডে। সেই সঙ্গে ১৪ সদস্যের এ দলে রাখা হয়েছে রনি তালুকদার ও মুস্তাফিজুর রহমানকে। শনিবার বিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ানডে দল ঘোষণা করা হয়।
আজ (১৩ জুন) নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে। আগামী ১৮, ২১ ও ২৪ জুন মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়ামে দু’দলের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই দিবা-রাত্রির হবে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মোর্তুজা(অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান(সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাশ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসকে/এমএমএস