ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

আমিরাতে টি-২০ লিগ আয়োজনে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আমিরাতে টি-২০ লিগ আয়োজনে পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মত ফ্রাঞ্চাইজিভিত্তিক প্রফেশনাল টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছর দেশটির দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে এ লিগটি আয়োজন করার কথা জানিয়েছে পিসিবি।



পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এক বিবৃতিতে জানান, বেশ কিছু বিদেশি ক্রিকেটারদের সঙ্গে নিয়ে আমিরাতে এ লিগটি আয়োজন করা হবে। টি-২০ ফরম্যাটের এ লিগটির নাম দেয়া হয়েছে ‘পাকিস্তান সুপার লিগ’। এর আগে ২০১৩ সালে লিগটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিনিয়োগকারীদের অনাস্থা ও সময়সূচির সমস্যায় আয়োজন করা সম্ভব হয়নি।

সম্প্রতি পাকিস্তান নিজেদের ঘরের মাঠে ছয় বছর পর আন্তর্জাতিক কোনো সিরিজের আয়োজন করে। ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর সন্ত্রাসীদের হামলার পর প্রথম কোন টেস্ট দেশ হিসেবে জিম্বাবুয়ে সফর করেছিল। যেখানে তিনটি একদিনের ম্যাচ ও দু’টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।