ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে পড়লেন জর্ডান ও প্লাঙ্কেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ইনজুরিতে ছিটকে পড়লেন জর্ডান ও প্লাঙ্কেট ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি তিন ম্যাচ ওয়ানডেতে বাদ পড়লেন ইংল্যান্ড ফাস্ট বোলার ক্রিস জর্ডান ও লাইম প্লাঙ্কেট। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করে।



এসেক্স অলরাউন্ডার জর্ডান সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন। অন্যদিকে ইয়র্কশায়ার পেসার প্লাঙ্কেট পেশীর ইনজুরিতে ভুগছেন। সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ এ সমতায় রয়েছে দু’দল।

এদিকে জর্ডানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ক্রেইগ ওভারটনকে। তবে প্লাঙ্কেটের পরিবর্তে এখনও কাউকে নেওয়া হয়নি। কিন্তু মার্ক উড বা ডেভিড উইলির খেলার সম্ভাবনা রয়েছে।

১৪ জুন সাউদাম্পটনে দু’দলের মধ্যকার তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।