ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চেনা রূপে হরভজন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
চেনা রূপে হরভজন ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ১০১ টেস্টে ৪১৩ উইকেট নেওয়া স্পিনার হরভজন সিং দুই বছরেরও বেশি সময় পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন। প্রত্যাবর্তনের  ম্যাচে প্রথম ইনিংসে নিয়েছেন তিনটি উইকেট।

বাংলাদেশের বিপক্ষে ফতুল্লা টেস্টে ইমরুল কায়েস, মুমিনুল হক ও মোহাম্মদ শহীদের উইকেট তুলে নেন এই ডানহাতি অফস্পিনার।
 
টানা ১২ টেস্টে অর্ধশতকের রেকর্ড গড়ার খুব কাছে থাকা মুমিনুলকে ফিরিয়ে দীর্ঘদিন পর  আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নেওয়ার স্বাদ পান হরভজন। এরপর প্রথম ইনিংসে বাংলাদেশ দলের সর্বোচ্চ স্কোরার ইমরুলের (৭২) উইকেটটিও নেন এই অভিজ্ঞ স্পিনার। মোহাম্মদ শহীদকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেটটি দখলে নেন তিনি।
 
বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি বাদে হরভজন সিং সাদা পোশাকে ভারতের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেন ২০১৩ সালের মার্চে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সেই ম্যাচে দুই ইনিংস মিলে মাত্র দু’টি উইকেট দখলে নিতে পেরেছিলেন। এর পরই দলের বাইরে চলে যান। তবে দুই বছর পর সাদা পোশাকে নেমে ফতুল্লা টেস্টে পুরনো রুপে আবির্ভুত হন হরভজন।

ফতুল্লা টেস্ট ড্র হলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি যে হরভজনের জীবনে স্মরণীয় হয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।