ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজে কিপিং করতে চাইছেন মুশফিক!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ওয়ানডে সিরিজে কিপিং করতে চাইছেন মুশফিক! ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম উইকেটরক্ষকের দায়িত্ব পালন না করলেও ওয়ানডে সিরিজে নিজের হাতেই গ্লাভস তুলে নিতে চাচ্ছেন। রোববার (১৪ জুন) ফতুল্লা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে ওয়ানডে সিরিজে কিপিং করার ইচ্ছার কথা জানান তিনি।



সাংবাদিকদের মুশফিক বলেন, ‘আঙ্গুলের ব্যাথা কমে গেছে।   ব্যাট করতে আর সমস্য হয় না। আশা করছি ওয়ানডে সিরিজে কিপিংটা করতে পারবো। ’ 

মুশফিকুর রহিমের উইকেট কিপিং নিয়ে এর আগে কম কথা হয়নি। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে আঙ্গুলে চোঁট পান মুশফিক। বিশ্রামে না গিয়ে কিপার হিসেবে মিরপুরে খেলেন পরের টেস্টে। ব্যাটে রান না পেয়ে আঙ্গুলের ব্যাঁথার দোহাই দেন।

তারপর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেন, ব্যাটিংয়ে আরো মনযোগী এবং চোঁট থেকে ঝুঁকিমুক্ত হতে কিপিং ছাড়তে হবে মুশফিককে। কিন্তু, কিপিং করতে নাছোড়বান্দা মুশফিক শেষ সময় পর্যন্ত ব্যাথা কমার অপেক্ষায় থাকেন! ব্যাথা একটু থেকে যাওয়ায় অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাসের টেস্ট অভিষেক হয়।
 
ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে  গ্লাভস-ব্যাট দুটোতেই নজড় কাড়েন লিটন। চমৎকার উইকেট কিপিংয়ের পাশাপাশি  ব্যাট হাতে ৪৫ বলে ৮টি চার ও একটি ছক্কায় করেন ৪৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে লিটনকে সবাই যখন স্বাগত জানালো ঠিক তখনই টেস্ট অধিনায়ক মুশফিক জানালেন, ওয়ানডে সিরিজ থেকে গ্লাভসটা নিজ হাতেই রাখতে যাচ্ছেন! 

আগামি ১৮, ২১ ও ২৪ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।