ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সুদিন দেখছেন কোহলি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
বাংলাদেশের সুদিন দেখছেন কোহলি ছবি : শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ড্র হয়েছে ফতুল্লা টেস্ট। প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েও পাঁচ দিন ধরে বিরতি দিয়ে নামা বৃষ্টিতে কাঙ্খিত ফলাফল পায়নি বিরাট কোহলির ভারত।

তা স্বত্ত্বেও তেমন আফসোস নেই ভারতের নতুন  এই টেস্ট কাপ্তানের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘বৃষ্টির উপর কারোরই হাত নেই। আমরা চেয়েছিলাম নির্বিঘ্নভাবে ম্যাচটা হোক। কিন্তু হয়নি। মনে হয় দুই দলের খেলোয়াড়দেরই হতাশা আছে পুরো পাঁচ দিন খেলা না হওয়ায়। ’

ব্যাটসম্যানদের পাশাপাশি নিজ দলের বোলারদের নিয়ে কোহলি বলেন, আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। আমি সন্তুষ্ট। বিশেষ করে চারশ’র উপরে উইকেট নেওয়া অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। অশ্বিনও ভালো বল করেছে।   সেই সঙ্গে আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান করেছে-এটা খুবই পজিটিভ দিক।

বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করে কোহলি বলেন, ‘নতুন কয়েকজন ক্রিকেটার দেখলাম বাংলাদেশ দলে। বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে এদের আত্নবিশ্বাস বাড়বে। তখন আরো ভালো করবে। স্পিনাররা খুবই ভালো বল করেছে। ’

কোহলি আরও যোগ করেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ খুবই ভালো দল। বাংলাদেশের বিপক্ষে চ্যালেজ্ঞ নিয়েই আমাদের নামতে হবে। পাকিস্তানকে যেভাবে হারিয়েছে তাতে আমাদের জন্যও কঠিন হবে। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।