ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজে লিড নিল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
সিরিজে লিড নিল কিউইরা ছবি : সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। নটিংহামে ১৭ জুন (বুধবার) চতুর্থ ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ ম্যাচ জিতলেই সিরিজ জিততে কিউইরা। অপরদিকে, সিরিজ হার এড়াতে হলে জয়ের বিকল্প নেই ইংলিশদের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৮ বল বাকি থাকতেই ৩০২ রানে অলআউট হয় ইংল্যান্ড। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়ায় এ ম্যাচে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিধ্বংসী বোলার ট্রেন্ট বোল্ট। তার জায়গায় বাঁহাতি পেসার বেন হুইলারের অভিষেক ঘটে। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই আলো ছড়িয়েছেন ২৩ বছর বয়সী এই বোলার।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানের মধ্যেই দু্ই ওপেনার মার্টিন গাপটিল (২) ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের উইকেট হারায় সফরকারীরা। তবে, তৃতীয় উইকেট জুঁটিতে রেকর্ড গড়েন কেন উইলিয়ামসন ও রস টেইলর। দু’জন মিলে ২০৬ রান তোলেন। যেটি ব্ল্যাক ক্যাপসদের হয়ে তৃতীয় উইকেট জুঁটিতে সর্বোচ্চ রান। এমনকি সর্বোচ্চ রানের পার্টনারশিপের দিক দিয়েও তৃতীয় সর্বোচ্চ।

উইলিয়ামসন ক্যারিয়ারের ষষ্ঠ ও টেইলর  ১৩তম ওয়ানডে সেঞ্চুরি আদায় করে নেন। ২৪২ রানের মাথায় উইলিয়ামসন (১১৮) আউট হলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যান অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলর (১১০)। ৪৬তম  ওভারের পঞ্চম বলে তিনি ফিরে গেলেও এক ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে কিউইরা।

ইংলিশদের হয়ে ডেভিড উইলি তিনটি উইকেট নেন। এছাড়াও বেন স্টোকস দু’টি উইকেট লাভ করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জো রুট, এউইন মরগান ও স্টোকসের অর্ধশতকে ভর করে ৩০২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ইংল্যান্ড। যদিও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রায় পাঁচ ওভার আগেই অলআউট হয় স্বাগতিকরা। নইলে স্কোর বোর্ডে আরো কিছু রান যোগ হতো। ম্যাচ শেষে হয়তো এই হতাশাতেই ডুবেছে ইংলিশরা।

কিউইদের হয়ে তিনটি করে উইকেট দখল করেন টিম সাউদি ও হুইলার।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।