ঢাকা: দাপটের সঙ্গেই দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ডমিনিকার পর জ্যামাইকাতেও অজিদের পেস অ্যাটাকে রীতিতম বিধ্বস্ত হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
স্কোর: অস্ট্রেলিয়া- ৩৯৯ ও ২১২/২ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ- ২২০ ও ১১৪
তৃতীয় দিনে অজিরা দুই উইকেটে ২১২ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য উইন্ডিজ দলের সামনে ৩৯২ রানের লক্ষ্য দাঁড়ায়। আগের দিনের করা দুই উইকেটে ১৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। কিন্তু, নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় শেষ পর্যন্ত ১১৪ রানেই অলআউট হয় স্বাগতিকরা। তিন অঙ্কের রানও কেউ ছুঁতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক দিনেশ রামদিন।
অজিদের হয়ে মিচেল স্টার্ক তিনটি উইকেট নেন। এছাড়াও জস হ্যাজেলউড, নাথান লিওন ও মিচেল জনসন দু’টি করে উইকেট লাভ করেন।
ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এই ডানহাতি ব্যাটসম্যান প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে আউট হন। আর দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অপরাজিত থাকেন।
সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠে অজি পেসার হ্যাজেলউডের হাতে। এই ডানহাতি বোলার দুই টেস্ট মিলে ১২টি উইকেট লাভ করেন।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএম