ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজমল না থাকায় স্বস্তিতে লঙ্কান কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আজমল না থাকায় স্বস্তিতে লঙ্কান কোচ

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার সাঈদ আজমলের। এতেই স্বস্তি প্রকাশ করেছেন লঙ্কান দলের প্রধান কোচ মারভান আতাপাত্তু।

সাবেক লঙ্কান ব্যাটসম্যানের মতে, আজমলের অনুপস্থিতিটা শ্রীলঙ্কা দলকে মানসিকভাবে এগিয়ে রাখবে।

বুধবার (১৭ জুন) শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। টেস্টের পর ১১ জুলাই থেকে পাঁচ ম্যাচের ওয়ান সিরিজ শুরু হবে। সিরিজের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩০ জুলাই ও ০১ আগস্ট।

এক সাক্ষাৎকারে আতাপাত্তু বলেন, ‘পাকিস্তান দলের বড় পরিবর্তন হচ্ছে আজমলের অনুপস্থিতি। সে তাদের বোলিংয়ের প্রধান অস্ত্র। কিন্তু, কিছু দু:খজনক ঘটনার কারণে আজমল এখন ছন্দে নেই। সে এমন এক বোলার যে কিনা বহু ব্যাটসম্যানের ঘুম হারাম করেছে। তার অনুপস্থিতিতে আমাদের ব্যাটসম্যানরা মানসিকভাবে স্বস্তিতে থাকবে। ’

লঙ্কান কোচ আরও বলেন, ‘আমার বিশ্বাস, আজমল ছাড়াও পাকিস্তান দলের অন্যান্য বোলারদেরও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। আমাদের বোলাররাও ভালো ফর্মে রয়েছে। ১৫০ কি.মি বেগে ধারাবাহিকভাবে বল করবে এমন বোলার না থাকলেও লঙ্কান বোলারদের ওপর আমার আস্থা রয়েছে। ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে বলের গতিই মুখ্য নয়। ’

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।