ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

গৌরব ও বেদনাময় ইতিহাসের মুখোমুখি রবি শাস্ত্রী

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
গৌরব ও বেদনাময় ইতিহাসের মুখোমুখি রবি শাস্ত্রী

ঢাকা: ঢাকায় এসেছেন বহুবার। কিন্তু এবারে এসে সোমবারের সকালটি যে এত হৃদয় ছুঁয়ে যাওয়া একটি সকাল হয়ে উঠবে তেমনটা ভাবতেও পারেন নি রবি শাস্ত্রী।



বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী, ভারতীয় ক্রিকেটের বরপুত্র আর বর্তমান জাতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী সোমবার সকালে গিয়েছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। সঙ্গে ছিলেন দলের ম্যানেজার বিশ্বরূপ দে, কোচিং স্টাফ সঞ্জয় বাঙ্গার আর ভরত অরুণ।  

সেখানে গিয়েই বাংলাদেশের গৌরব আর বেদনামাখা ইতিহাসের মুখোমুখি হলেন ভারতীয় ক্রিকেট দলের কর্তা ব্যক্তিরা।

সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের চত্ত্বরে পৌঁছে প্রথমেই তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এরপর ঢোকেন স্মৃতি জাদুঘরে, যা একসময় ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের বাসভবন।

রবি শাস্ত্রী ঘুরে ঘুরে দেখছিলেন ভবনের দেয়ালে দেয়ালে প্রতিটি কোনায় কোনায় জাগিয়ে রাখা বঙ্গবন্ধুর স্মৃতি। ছবির গ্যালারিতে ছবিগুলো দেখেন। বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধির ছবি, বঙ্গবন্ধু ও ফিদেল ক্যাস্ট্রোর ছবির সামনে আটকে থাকেন বেশ খানিকটা সময়। তাদের নেতৃত্বের উচ্চতা অনুধাবন করতে চেষ্টা করেন।

আর বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে বলতে থাকেন এমন একজন নেত‍ার স্মৃতির সামনে দাঁড়াতে পারাটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটি বিষয়।

যে সিঁড়িতে পড়েছিলো বঙ্গবন্ধুর প্রাণহীন দেহ তার সামনে দাঁড়িয়ে ঘাতকদের নৃশংসতা স্মরণ করে থমকে থাকেন রবি শাস্ত্রী।

এর আগে মুগ্ধ হয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শোনেন কিছুক্ষণ। তার দেওয়া ছয় দফা দাবিগুলো খুটিয়ে খুটিয়ে পড়েন।

পরে বের হওয়ার আগে ভিজিটরস ‍বুকে রবি শাস্ত্রী লেখেন: এমন একজন মহান ব্যক্তিত্বের বাড়িতে এসে গৌরব ও বেদনার ইতিহাসের মুখোমুখি হলাম। আমি মনে করি কোন পর্যটক ঢাকায় এলে প্রথম সুযোগেই এই বাড়িটি একবার দেখে যাওয়া উচিত।

বাংলাদেশ সময় ১৩৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।