ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ম্যাচেও রিজার্ভ ডে চান কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
টেস্ট ম্যাচেও রিজার্ভ ডে চান কোহলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বৃষ্টির কারণেই ফতুল্লা টেস্টে ভারতের জয়ের সম্ভাবনাটা ভেস্তে যায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হওয়ায় টেস্ট র‌্যাংকিংয়েও অবনমন হয়েছে ভারতের।

তিন থেকে চারে নেমে গেছে টিম ইন্ডিয়া। ম্যাচের পাঁচ দিনই হয়েছে বৃষ্টি। দ্বিতীয় দিনতো একটি বলও মাঠে গড়ায়নি।

এমন অবস্থার পরিপ্রেক্ষিতে টেস্ট ম্যাচেও রিজার্ভ ডে রাখার পক্ষে সাফাই গাইলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।

সাধারণত সীমিত ওভারের ক্রিকেটে রিজার্ভ ডে রাখা হয়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে নির্ধারিত দিনে ম্যাচ না হলে বা বিঘ্ন ঘটলে রিজার্ভ ডে’তে ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু, টেস্ট ম্যাচে এমনটি করার নিয়ম নেই। তবে, বৃষ্টিবিঘ্নিত ফতুল্লা টেস্ট ড্র হওয়ায় কোহলি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘টেস্ট ক্রিকেটে রিজার্ভ ডে থাকলে খারাপ হবে না। সীমিত ওভারের মতো ক্রিকেটের লংগার ভার্সনেও এটি রাখা যেতে পারে। ’

তিনি আরও উল্লেখ করেন, ‘টেস্ট ম্যাচে রিজার্ভ ডে রাখা হবে কিনা সেটি তর্কসাপেক্ষ প্রশ্ন। তবে, এটি নিয়ে ভাবার সময় এসেছে। এই ম্যাচে যে ধরণের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আরেকটি দিন যোগ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই ব্যাপারটি বাস্তবায়িত হলে কোনো দলের ক্ষতি হবে বলে আমি মনে করি না। এমনটি হলে যেকোনো দলই তাদের প্রত্যাশিত ফলাফল পাওয়ার সুযোগ পাবে। তবে, এটি নিয়ে কিরুপ আলোচনা হবে সে ব্যাপারে আমি নিশ্চিত নই। ’

রোববার (১৪ জুন) ফতুল্লায় ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে বিভিন্ন প্রসঙ্গের সঙ্গে টেস্ট ক্রিকেটে রিজার্ভ ডে রাখার বিষয়টি তুলে ধরেন কোহলি।

ফতুল্লা টেস্টে পাঁচদিনই বৃষ্টির কারণে ২৫০ ওভারেও বেশি ওভার মাঠে গড়ায়নি। প্রথম দিনে খেলা হয়েছে ৫৬ ওভার। ভারী বর্ষণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তৃতীয় দিন ৪৭.৩ ওভার মাঠে গড়ায়। চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৩০.১ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ।

শেষ দিনে আরো ৩৫.৪ ওভার ব্যাট করে ২৫৬ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে স্বাগতিকরা। ভারত তাদের প্রথম ইনিংসে ছয় উইকেটে ৪৬২ রান করে ইনিংস ঘোষণা করে। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগাররা ১৫ ওভার শেষে বিনা উইকেটে ২৩ রান করার পর আবারও সেই বৃষ্টির ‍আশঙ্কা।

এর পরেই আম্পায়ারদের সঙ্গে কথা বলে দুই দলের ‍অধিনায়ক ড্র মেনে নেয়। অবশ্য বৃষ্টি না হলেও ম্যাচের ভাগ্য ড্রয়ের দিকেই যেত। আর যদি ভারতীয় বোলাররা অবিশ্বাস্য কিছু করে দেখাত, সেক্ষেত্রে বাংলাদেশের হারার শঙ্কাও থাকত।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।