ঢাকা: পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক সালমান বাটকে আরও বড় ধরনের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১০ সালে স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার না করলে বড় ধরনের শাস্তি দেওয়া হবে সালমান বাটকে।
পিসিবি’র একটি সূত্র থেকে জানা যায়, ইংল্যান্ডের বিপক্ষে লডর্স টেস্টে সালমান বাট সরাসরি যুক্ত ছিলেন। নিষেধাজ্ঞা দেওয়ার পর পাকিস্তানি এ ক্রিকেটার আর তার আইনজীবীর সঙ্গে পিসিবি নিয়মিত যোগাযোগ রেখেছিল। কিন্তু, সালমান বাট তার জড়িত থাকার বিষয়টি এখনও স্বীকার করেন নি।
পিসিবি থেকে সালমানকে জানানো হয়েছে, যদি তিনি নিজের মুখে সরাসরি স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার না করেন, তবে তাকে দশ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে। চলতি বছরের সেপ্টেম্বরে বাটের পূর্ব নির্ধারিত পাঁচ বছরের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা ছিল।
পাঁচ বছর আগে ইংল্যান্ড সফরের চতুর্থ টেস্টে লডর্সে স্পট-ফিক্সিং করেন পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার। মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরও যুক্ত ছিলেন স্পট-ফিক্সিংয়ে। তিন ক্রিকেটারকেই আইসিসি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৫ জুন ২০১৫
এমআর