ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে খেলতে ঢাকায় ধোনি, রায়নারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
ওয়ানডে খেলতে ঢাকায় ধোনি, রায়নারা

ঢাকা: বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট খেলে সোমবার ভারতে ফিরে গেছেন স্কোয়াডে থাকা সাতজন ক্রিকেটার। আর বিকেলে সফরে যোগ দিতে এসেছেন টিম ইন্ডিয়ার আরও আটজন ক্রিকেটার।

বিমানবন্দরে নেমে আট ক্রিকেটার টিম হোটেলে চলে যান।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ানডের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ঢাকায় বিকেল ৪টা ২০ মিনিটে পৌঁছেন সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নি। কলকাতা থেকে তারা জেট এয়ারের একটি বিমানে হযরত শাহজালাল বিমান বন্দরে এসে পৌঁছান।

এদিকে, সকালেই ভারতে উড়াল দিয়েছেন ওয়ানডে দলে না থাকা সাত ক্রিকেটার। একমাত্র টেস্ট খেলে ভিন্ন ভিন্ন ফ্লাইটে নিজ নিজ শহরে ফিরে গেছেন মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, ঋদ্ধিমান সাহা, হরভজন সিং, করণ শর্মা, বরুণ অ্যারন ও ইশান্ত শর্মা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের নেতৃত্বে থাকছেন ধোনি। ১৮ জুন মিরপুরে প্রথম ম্যাচটি শুরু হবে। এরপর ২১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ২৪ জুন তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে পরের দিন দেশে ফিরবে টিম ইন্ডিয়া।

ভারতের ওয়ানডে দল:

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১৫ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।