ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

১১১ বছরের রেকর্ড ভাঙলেন লিওন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
১১১ বছরের রেকর্ড ভাঙলেন লিওন ছবি: সংগৃহীত

ঢাকা: অফস্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার টেস্ট দলে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন নাথান লিওন। শীর্ষ এ স্থানটিতে উঠতে লিওন পেছনে ফেলেন সাবেক কিংবদন্তি অফস্পিনার হিউজ ট্রাম্বেলকে।



ট্রাবম্বেল অজি টেস্ট ক্রিকেট ইতিহাসে ১১১ বছর অফস্পিনে সেরা বোলার হিসেবে রাজত্ব করেছেন। ১৯০৪ সালে অবসরে যাওয়ার আগে তিনি ক্যাঙ্গারুদের হয়ে ৩২ টেস্টে ১৪১টি উইকেট নিয়ে সেরা ছিলেন।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট পেয়ে এই রেকর্ড নিজের করে নেন লিওন। লিওন এখন পর্যন্ত ৪১ টেস্ট খেলে ১৪৬টি উইকেট পেয়েছেন।

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট ইতিহাসে ফাস্ট বোলার ও লেগ স্পিনাররা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ভয়ের কারণ হলেও অফস্পিনাররা পিছিয়ে ছিলেন। এদিকে বর্তমানে অফস্পিনে লিওন শীর্ষে থাকলেও সব ফরম্যাটের অজি স্পিন বোলারদের মধ্যে তিনি পঞ্চম।

এ তালিকায় ১৪৫ ম্যাচে ৭০৮টি উইকেট নিয়ে সবার ওপরে আছেন কিংবদন্তি শেন ওয়ার্ন। তিনি অজিদের টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিও।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।