ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিককে সেরা মানেন লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
মুশফিককে সেরা মানেন লিটন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকুর রহিমের পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন লিটন কুমার দাশ। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা এ উইকেটরক্ষক ব্যাটসম্যান টেস্টে অভিষেক ম্যাচেই নিজের যোগ্যতা প্রমান করেছেন।



বাংলাদেশের ক্রিকেটে খালেদ মাসুদ পাইলটের পর মুশফিক উইকেটের পেছনে দায়িত্ব পালন করে আসছিলেন। বেশ কিছু ম্যাচে এনামুল হক বিজয় উইকেটের পেছনে দাঁড়ালেও নিয়মিত ভাবে সে দায়িত্ব পালন করতেন মুশফিক। তবে, পাকিস্তানের বিপক্ষে হাতে চোট পাওয়ায় আর টেস্টে বাড়তি চাপ কমানোর জন্য নির্বাচকরা লিটনকে সুযোগ করে দেন।

অভিষেক ম্যাচেই ভারতীয় বোলারদের পাত্তা না দিয়ে খেলেছেন ৪৪ রানের ঝকঝকে একটি ইনিংস। তার আত্মবিশ্বাসী এ ইনিংসের পর নির্বাচকদের নতুন করে ভাবতে হচ্ছে ওয়ানডে দলে লিটনকে রাখা না রাখা নিয়ে।

টেস্ট ম্যাচ শেষে কোনো বিশ্রাম না নিয়ে মিরপুরে অনুশীলন করে টাইগার বাহিনী। অনুশীলন শেষে লিটন সংবাদকর্মীদের জানালেন, মুশফিকুর রহিমকে তিনি প্রতিদ্বন্দ্বী ভাবছেন না। মুশফিক প্রসঙ্গে উঠতি এ তারকা ক্রিকেটার বলেন, মুশফিক ভাই অনেক বড় মাপের ক্রিকেটার। তাকে আমি কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করিনা। আমি আমার মতো চেষ্টা করি। আর মুশফিক ভাই তার জায়গায় সেরা।

অভিষেক টেস্টে নেমে আন্তর্জাতিক ম্যাচের কোনো চাপ কাজ করেছে কি না, এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ঘরোয়া ক্রিকেটে মানসিক কোনো চাপ কাজ করে না। তবে, আমার মনে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ঘরোয়া ক্রিকেটের থেকে অনেক বেশি চাপ তৈরি করে। আমি প্রথম ম্যাচে সে চাপ কাটিয়ে খেলেছি। বাজে বল মেরেছি। মাইন্ড সেটআপ করে খেলার চেষ্টা করেছি।

চলতি সিরিজ নিয়ে লিটন বলেন, পাকিস্তানের বিপক্ষে আমরা দারুণ পারফর্ম করেছি। পাকিস্তানের সঙ্গে যেহেতু ভালো করেছি, আমার মনে হয় ভারতের বিপক্ষেও আমরা দারুণ কিছু করে দেখাতে পারব।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৫ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।