ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

এমসিএল’র চতুর্থ ‍আইকন খেলোয়াড় ক্যালিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এমসিএল’র চতুর্থ ‍আইকন খেলোয়াড় ক্যালিস ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা ও অ্যাডাম গিলক্রিস্টের পর মাস্টার্স চ্যাম্পিয়নস লিগের (এমসিএল) চতুর্থ আইকন খেলোয়াড় হয়েছেন জ্যাক ক্যালিস। এই টুর্নামেন্টে শুধুমাত্র ক্রিকেট থেকে পুরোপুরি অবসরপ্রাপ্ত সাবেক ক্রিকেটাররা অংশ নেবেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে এর প্রথম আসর অনুষ্ঠিত হবে।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে ক্যালিস অন্যতম। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এ প্রসঙ্গে বলেন, ‘মাস্টার্স চ্যাম্পিয়নস লিগের আইকন খেলোয়াড় হতে পেরে আমি উচ্ছ্বসিত। এই টুর্নামেন্টে বিশ্বের অনেক সাবেক তারকা ক্রিকেটার অংশ নেবেন। ’

ইতোমধ্যেই মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও অফিসিয়ালি স্বীকৃতি পেয়েছে।

ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নেরও এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি টুর্নামেন্টটির প্রবর্তক সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডিন জোন্স বলেছেন, ‘টেন্ডুলকার-ওয়ার্ন ছাড়া এমসিএল সম্পূর্ণ হবে না। ’

উল্লেখ্য, এমসিএল টুর্নামেন্টে ছয়টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল অংশ নেবে। প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবেন। প্রত্যেককেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। রাউন্ড-রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অর্থাৎ, প্রত্যেকটি দল একে অপরের মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি চারটি দল সেমিফাইনালে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।