ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ এখন স্মৃতি: তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বিশ্বকাপ এখন স্মৃতি: তাসকিন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিকে কেবলই অতীতের স্মৃতি মনে করেন জাতীয় দলের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ। তাইতো পেছনের সব কিছু বাদ দিয়ে সামনের দিকে তাকাতে চান তিনি।



ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই ডানহাতি পেসার।

এ সময় তাসকিন বলেন, ‘ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি এখন স্মৃতি। সামনের সিরিজ নিয়েই ভাবছি। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ’

এক বছরের ওয়ানডে ক্যারিয়ারে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাসকিনের।   তিন ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন এই তরুণ তুর্কি।   ২০১৪ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক ঘটে তাসকিনের। অভিষেকেই নেন পাঁচ উইকেট। পরের ম্যাচে নেন আরো দুই উইকেট। আর সর্বশেষ মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেন তিনটি উইকেট।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ভালো করবে-এমন আশাবাদও ব্যক্ত করেন তাসকিন। তিনি বলেন, ‘আমরা সবাই সুস্থ এবং ফিট আছি। মানসিকভাবেও সবাই স্বাচ্ছন্দ্যে আছে। ভারতের বিপক্ষে ভালো করা সম্ভব। এ মুহুর্তে আমাদের ফিল্ডিং খুবই ভালো হচ্ছে। বর্তমান ক্রিকেটে ফিল্ডিং খুব গুরুত্বপূর্ন একটা পার্ট।   এটাতে আমরা অনেক উন্নতি করেছি। ’

আগামি বৃহস্পতিবার (১৮ জুন)  শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচ শুরু বিকাল তিনটায়।   সিরিজের বাকি দুটি ওয়ানডে আগামি ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।