ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বাড়তি অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
টাইগারদের বাড়তি অনুশীলন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কাল বাদে পরশু দিন (১৮ জুন) ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। পূর্ণশক্তির ভারতীয় দল বাংলাদেশ সফরে আসায় সিরিজটিকে বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

সেই সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের ক্ষতটা তো এখনো শুকায়নি!

প্রতিপক্ষ ভারত বলে বাড়তি গুরুত্বটা টের পাওয়া গেল মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ দলের অনুশীলনে। মিরপুরে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি অনুশীলন করেছে মাশরাফি-মুশফিক-সাকিব-তামিমরা।  

নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে অনুশীলন শেষ হয় দুপুর দুইটায়। কিন্তু, অনুশীলন শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল দুপুর ১টা। বাড়তি ঘন্টায় ফিল্ডিং অনুশীলন করে টাইগাররা। দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ক্রিকেটারদের দ্রুতগতির থ্রোয়িং এবং লং ক্যাচ ধরার দিকে গুরুত্ব দেন।

এর আগে সকালে মিরপুর স্টেডিয়ামে ফুটবল খেলে ওয়ার্মআপ করে ক্রিকেটাররা চলে যান  ইনডোরে। সেখানে পাশাপাশি তিনটি নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করে স্বাগতিক দল। ১৪ সদস্যের স্কোয়াডে থাকা পেসারদের সঙ্গে আজ নেটে বল করেছেন আবুল হাসান রাজু ও শফিউল ইসলাম।

প্রথমে ব্যাটিং করেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও লিটন কুমার দাস। শুরুতেই নেটে দাঁড়ানো মুশফিক সামলান বাংলাদেশের পেস অ্যাটাক। তিনি শফিউল ইসলাম ও মাশরাফি বিন মর্তুজার বল মোকাবেলা করেন। সৌম্য সরকার মোকাবেলা করেন সাকিব, জুবায়ের ও মুমিনুলের স্পিন।  

লিটন কুমার দাস খেলেন আবুল হাসান রাজুর পেস ও সাব্বির রহমানের স্পিন।

এর পর পালাক্রমে ব্যাটিং অনুশীলন করেন টপঅর্ডারের ব্যাটসম্যানরা। সবশেষে নেটে ব্যাটিং করেন লোয়ার অর্ডারে ব্যাটিং করা মাশরাফি, মুস্তাফিজ, তাসকিন ও আরাফাত সানি।  

তামিম ইকবাল নেট-ব্যাটিং করেন নি। তবে ড্রেসিংরুমের সামনে বল বয় নাসিরের করা অফস্পিনে ড্রিল করেছেন এই বাঁহাতি ওপেনার।

বাংলাদেশ দল যখন অনুশীলন শেষে মাঠ ত্যাগ করছিল; ঠিক তখনই অনুশীলনের জন্য মাঠে প্রবেশ করে মহেন্দ্র সিং ধোনির ভারত দল।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।