ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

নভেম্বরে বিপিএল’র তৃতীয় আসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
নভেম্বরে বিপিএল’র তৃতীয় আসর

ঢাকা: এ বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর শুরু হবে। বুধবার (১৭ জুন) সকালে কল্যাণপুরের নিজ ব্যবসায়িক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বিপিএল-এর গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।



আফজালুর রহমান সিনহা বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বকেয়া আদায়ের লক্ষ্যে দুই একদিনের মধ্যেই তাদেরকে চিঠি দিয়ে এক মাসের সময়সীমা বেধে দেওয়া হবে। তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাড দেওয়া হবে। ’

রংপুর রাইডার্সের বকেয়া পরিমান কম হলেও অন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজির গড়ে ১০ কোটি টাকা করে বকেয়া রয়েছে বলে জানান আফজালুর।

বিপিএল’র গভর্নিং বডির চেয়ারম্যান উল্লেখ করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সম্পর্ক ভালো থাকায় এবারের আসরে পাকিস্তানের ক্রিকেটাররা অংশ নেবেন। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিধি-নিষেধের কারণে ভারতের ক্রিকেটারদের অন্য দেশের ঘরোয়া লিগ‍গুলোতে অংশগ্রহণের সুযোগ নেই। তাই বিপিএলে তাদের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। ’

উল্লেখ্য, গত বছরই বিপিএল’র তৃতীয় আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। সাতটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলের সমন্বয়ে ২০১২ সালে প্রথমবারের মতো বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। পরের আসরেও শিরোপা ঘরে তোলে ঢাকা।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।