ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সামনে র‌্যাংকিংয়ে এগোনোর হাতছানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বাংলাদেশের সামনে র‌্যাংকিংয়ে এগোনোর হাতছানি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচ জিতলেই এক ধাপ এগিয়ে ওডিআই টিম র‌্যাংকিংয়ের সাত নম্বরে উঠে যাবে বাংলাদেশ। এর মধ্য দিয়েই ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে মাশরাফি-সাকিবদের খেলার সম্ভাবনা আরো সুদৃঢ় হবে।



আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও র‌্যাংকিংয়ের শীর্ষ সাতটি দল অংশ নেবে। বাংলাদেশ দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের সমান ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বর অবস্থান করছে। এ বছরের সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত শীর্ষ আটে থাকলে পারলেই চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেবে টাইগাররা।

ভারতের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ জিতলে পয়েন্টের ভগ্নাংশ হিসেবে ক্যারিবীয়দের পেছনে ফেলে সাত নম্বর অবস্থানে উঠবে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৩। আর যদি পাকিস্তানের মতো টিম ইন্ডিয়াও হোয়াইটওয়াশ হয় তাহলে ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের ছয়ে থাকা ইংল্যান্ডকে (৯৫) টপকে যাবে বাংলাদেশ।

কিন্তু, ভারতের কাছে তিন ম্যাচেই ধরাশায়ী হলে আট থেকে ৯-এ নেমে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে একধাপ উপরে উঠে আট নম্বর অবস্থানে পৌঁছাবে পাকিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মূল লড়াইটা আসলে র‌্যাংকিংয়ের নিচের সারিতে থাকা বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে। সেপ্টেম্বরের ত্রিশ তারিখের আগে ক্যারিবীয়দের কোনো ওয়ানডে সিরিজ না থাকায় অন্য দলগুলোর ফলাফলের উপরই তাদের ভাগ্য নির্ধারিত হবে।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ১১ জুলাই থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে ভালো করলে পাকিস্তানের র‌্যাংকিংয়ে এগোনোর সুযোগ থাকবে। অপরদিকে, অ্যাশেজ সিরিজের পর ০৩ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।

তাই বাংলাদেশ ভারতকে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ডকে টপকে গেলেও ইংলিশদের হারানো অবস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকবে। ভারতের বিপক্ষে খারাপ করলেও জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও বাংলাদেশের জন্য র‌্যাংকিংয়ে এগোনোর সিঁড়ি হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ১৮ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল তিনটায়। একই ভেন্যুতে ২১ ও ২৪ জুন সিরিজের বাকি দু’টি ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।