ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনির চিন্তায় ‘বৃষ্টি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
ধোনির চিন্তায় ‘বৃষ্টি’ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে চলছে বর্ষার মৌসুম। গেল ১০ দিন ধরে দিনের কোনো নো কোনো সময় হচ্ছে বৃষ্টিপাত।

বৃষ্টির বাগড়ায় পড়ে নিষ্প্রান ড্র হয়েছে বাংলাদেশ-ভারত ফতুল্লা টেস্ট। ওয়ানডে সিরিজের ম্যাচগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে ভারতের অনুশীলনের শুরুতেও মিরপুরে বৃষ্টি হয়েছে। ওয়ানডে সিরিজ শুরুর আগে তাই বৃষ্টি নিয়ে শঙ্কিত ভারতীয় শিবির।
 
বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে বৃষ্টি নিয়ে শঙ্কার কথা জানালেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বুধবার ‍দুপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ধোনি বলেন, আমরা জয়ের জন্য খেলব। প্রথম ম্যাচটা জিতলে ভালো একটা মোমেন্টাম তৈরী হবে। তারপর বাকি ম্যাচগুলো...। প্রতিদিনই এখানে বৃষ্টি হচ্ছে। গতকাল অনুশীলনের সময় বৃষ্টি হয়েছে। আজও  হলো। বৃষ্টি হলে কার্টেল ওভারে ম্যাচ গড়াতে পারে। বৃষ্টি বিবেচনায় রেখেই সিদ্ধান্তগুলো নিতে হবে। তবে রিজার্ভ ডে থাকাতে দুশ্চিন্তা কিছুটা কম।

ভারতীয় দলের কম্বিনেশন নিয়ে ধোনি বলেন, এখনো মিরপুরের উইকেট দেখিনি। সংবাদ সম্মেলন শেষেই উইকেট দেখব। পাঁচ বোলার নিয়ে খেলার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উইকেট দেখে সিদ্ধান্ত নিব দুই পেসার খেলবে না তিন পেসার। ’
 
নিজের ব্যাটিং অর্ডার নিয়ে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ৫-৬ নম্বরে ব্যাটিং করতে পারি।
 
প্রতিপক্ষ দল বাংলাদেশের প্রশংসা করে ‘ক্যাপ্টেন কুল’ ধোনি বলেন, ‘বাংলাদেশ বর্তমান সময়ে খুব ভালো খেলছে। তাদের ট্যালেন্টেড কয়েকজন ক্রিকেটার আছে। বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে তারা ভালো করেছে। ’

বাংলাদেশের দর্শক নিয়ে ধোনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট খুব ভালোবাসে। খেলা হলে স্টেডিয়ামের গ্যালারী শতভাগ পূর্ণ থাকে। এমন দর্শক উন্মাদনা অনেক সময় সফরকারী দলের জন্য চাপেরও। ’
IndiaPracticeINNER01
আগামীকাল (১৮ জুন)  অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।   ২১ ও ২৪ জুন সিরিজের বাকি দু’টি ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।