ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শেষ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শেষ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন, ইউনাটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি)  মিরপুর শাখা কর্তৃপক্ষ। কেবলমাত্র মিরপুর শাখায় সরাসরি টিকিট কেনার সুযোগ ছিল ক্রিকেটভক্তদের।

বুধবার দুপুরের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়।   ইউক্যাশের মাধ্যমে টিকিট কেনার সুযোগ থাকলেও সেটিও শেষ হয়ে গেছে।

ইউসিবি ব্যাংকের মিরপুর শাখায় টিকিট বিক্রি শেষ হলেও সেখানে এখনও টিকিটের অপেক্ষায় রয়েছেন শ’খানেক ক্রিকেটভক্ত। এ সময় তারা টিকিট নিয়ে নানা অনিয়মের কথা জানান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ২৬,০০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন হলেও বিভিন্ন ক্লাব, ক্লাবের কাউন্সিলর, সাবেক জাতীয় ক্রিকেটার, প্রশাসনিক কর্মকর্তা, বিসিবি পরিচালক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় সৌজন্য টিকেট পাঠাতে হয় বিসিবিকে।

এদিকে এ সিরিজকে ঘিরে সমর্থদের মাঝে চরম উত্তেজনা কাজ করছে। কারণ কিশ্বকাপের কোয়ার্টার ফাইন‍ালে এই ভারতের কাছেই আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে হেরেছিল টাইগাররা। এমনটিই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই সঙ্গে পূর্বে এ প্রতিবেশী দেশটির বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক কয়েকটি জয় এসেছিল। তাই প্রথম ওয়ানডে শুরুর আগে অল্প সময়ের মধ্যে টিকিট শেষ হয়ে যাওয়া প্রমাণ করে জমজমাট এক লাড়াই দেখতে যাচ্ছে ক্রিকেট ভক্তরা।

গেল কয়েকটি সিরিজের ন্যায় এবারের বাংলাদেশ-ভারত সিরিজের টিকিট বিক্রির স্বত্ব কিনেছে ইউনাটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। আগামিকাল বৃহস্পতিবার (১৮ জুন) মিরপুরে  অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এর পর আগামি ২১ ও ২৪ জুন একই মাঠে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য ইউসিবি ব্যাংক ও ইউক্যাশের মাধ্যমে ঢাকার ৫টি শাখায় টিকিট বিক্রি করবে। শাখাগুলো হল- প্রগতি সরণি শাখা, মিরপুর রোড শাখা, শান্তিনগর শাখা, উত্তরা শাখা ও মিরপুর শাখা। এই ৫ শাখার মধ্যে শুধু মিরপুর শাখায় সরাসরি টিকিট পাওয়া যাবে।

ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য: পূর্ব গ্যালারি ১৫০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি ১০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড উত্তর ৩০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড দক্ষিণ ৩০০০ টাকা ও বিসিবি হসপিটালিটি বক্স ৩০০০ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।