ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজেদের ঝালিয়ে নিল টিম ইন্ডিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
নিজেদের ঝালিয়ে নিল টিম ইন্ডিয়া ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে শেষবারের মতো অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ভারতের ক্রিকেটাররা। গতকালও (মঙ্গলবার) অনুশীলন করেছেন ধোনি-কোহলিরা।



বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে মাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল তিনটায়। ২১ ও ২৪ ‍জুন সিরিজের বাকি দু’টি ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নামে টিম ইন্ডিয়া। প্রথমে ওয়ার্মআপ ও ফুটবল খেলে প্রস্তুতি সারেন রোহিত-মোহিত-জাদেজারা।

পরে নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন ধোনি-রায়নারা। বোলিংয়ের চেয়ে যেন ব্যাটিংয়েই বেশি মনোযোগ দেয় ভারত। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যানরা দীর্ঘ সময় ধরে ব্যাট করেন।

দুপুর ২টায় ভারতের অনুশীলন শেষ হয়। অবশ্য তার আগেই প্রেস কনফারেন্সে যোগ দেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

অনুশীলনে সবাইকেই বেশ উজ্জীবিত দেখা যায়। বাংলাদেশকে ঘিরে যেন তাদের কোনো চিন্তাই নেই। প্রথম ওয়ানডে শেষে ভারতের এমন হাসিমুখ থাকবে কিনা তা সময়েই বলে দিবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।