ঢাকা: বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পেসাররাই নেতৃত্ব দিয়েছিলেন বোলিং আক্রমণে। গেল পাকিস্তান সিরিজে স্পিনারদের পাশাপাশি দাপট দেখিয়েছে বাংলাদেশের পেসাররা।
আগামীকাল (১৮ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস অ্যাটাককে শক্তিশালী বলে অ্যাখ্যা দেন মাশরাফি।
টাইগার দলপতি বলেন, ‘আমাদের দলে তাসকিন আহমেদ, রুবেল হোসেনদের মতো বোলার আছে। আমাদের পেস আক্রমণ শক্তিশালী। সেই সঙ্গে দলে বাঁহাতি পেসার মুস্তাফিজ রয়েছে। মুস্তাফিজ যে কোনো ব্যাটসম্যানকে চমকে দিতে পারেন। তার বোলিংয়ে চমৎকার সুইং রয়েছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সে চমক দেখিয়েছে। এবার চমক দেখানোর অপেক্ষায় আছে মুস্তাফিজ। ’
বিশ্বকাপের ম্যাচে ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলিকে আউট করার পর থেকে কোহলির প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে রুবেলকে। এই দু’জনের দ্বৈরথ নিয়ে মাশরাফি বলেন, ‘রুবেলের পাগলামি যদি দলের প্রয়োজনে কাজে আসে সেটাতে আমি বাধা দেব না। মাঠে আমরা যুদ্ধ করি ঠিক, কিন্তু ম্যাচ শেষে আমরা সবাই হাত মেলাই। এটা তেমন কিছু না। কোহলিকে ৭-৮ বার আউট করেছে এমন বোলারও তো আছে। তাদের সঙ্গে তো কোহলির কোনো ঝামেলা নেই। কোহলির সঙ্গে রুবেলের ব্যক্তিগত কোনো সমস্য নেই। ’
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসকে/এমএমএস