ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচের আগে টাইগারদের হাল্কা অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
ম্যাচের আগে টাইগারদের হাল্কা অনুশীলন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারত সিরিজকে সামনে রেখে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরু হয় গত মাসের ২০ মে। সেই থেকে আজ অবধি মাঝে কেবল একদিনের বিশ্রাম পেয়েছিলেন ক্রিকেটাররা।

কখনো ছিল একাডেমির জিমে স্ট্রেন্থ প্রোগাম আবার কখনো মাঠে স্কিল প্রোগাম। টানা পরিশ্রমের পর ম্যাচের আগের দিন হাল্কা পরিশ্রম করেছে স্বাগতিক দল।

বুধবার দুপুর আড়াইটায় অনুশীলন শুরু করে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফুটবল খেলে ওয়ার্মআপ সাড়েন সাকিব-তামিম-মুশফিকরা।

এর পর ইনডোরে শুরু হয় টাইগারদের ব্যাটিং-বোলিং অনুশীলন। সাকিব-তামিম-মুশফিকদের বোলিং করেছেন ‍রুবেল, তাসকিন, সানিরা। মিরপুর স্টেডিয়ামে মধ্যমাঠে দাঁড়িয়ে ব্যাটিং অনুশীলন করেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। স্পিন বলে মাঠের চার-পাশে উড়িয়ে মারেন বল।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া মুস্তাফিজকে নিয়ে বোলিং কোচ হিথ স্ট্রিক বিশেষ অনুশীলন করেছেন। স্ট্রিকের অধীনে পূর্ন রান-আপে উইকেটে বল ছুড়েছেন মুস্তাফিজ। আর তখন উইকেটের পেছনে দাঁড়িয়ে বল ধরেছেন কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়ন।

বৃহস্পতিবার ‍বিকাল তিনটায় শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। আগামিকাল (১৮ জুন) ম্যাচ শুরুর আগে অবশ্য আরো এক দফা অনুশীলন করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।