ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ। দ্বি-পক্ষীয় সিরিজ শুরুর আগে বুধবার সন্ধ্যায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।



এদিন সন্ধ্যা সাতটা ১০ মিনিটে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলায় সুরমা ব্লকে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গেল পাকিস্তান সিরিজের ট্রফির আঙ্গিকেই গড়া হয়েছে বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফিটি।

ট্রফি জয়ের যুদ্ধে আগামিকাল বিকাল তিনটায় ‍মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ আগামি ২১ ও ২৪ জুন একই মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।