ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

চাপা উত্তেজনা নিয়ে শুরু ওয়ানডে সিরিজ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
চাপা উত্তেজনা নিয়ে শুরু ওয়ানডে সিরিজ

ঢাকা: ওয়ানডেতে ২৯ বারের মোকাবেলায় ভারতকে হারানো গেছে মাত্র তিনবার। র‌্যাঙ্কিয়ে ভারতের অবস্থান দুই, বাংলাদেশের আট।



তবে এসব র‌্যাঙ্কিং, পরিসংখ্যান কোনো কিছুই বিবেচনায় আসছে না এবারের ওয়ানডে সিরিজে! তার কারণ ওয়ানেডতে ঘরের মাঠের টাইগারদের সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারতের মধ্যে কারা ফেভারিট- এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোটা দাগে ভারতকে ফেভারিট বললেও আসলে নিজেদের শক্তির কথাই জানান দিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

তার মতে, ‘এই সিরিজে ভারত ফেভারিট। তবে আমরা যে কাউকে হারানোর ক্ষমতা রাখি। আমরা জয়ের জন্যই খেলব। এখন ওয়ানেডেতে আমাদের সবাই ভালো দল বলে। ভালো খেলছি বলেই ভালো বলে। বিশ্ব ক্রিকেটে যে কয়টি দল সাম্প্রতিক সময়ে ভালো করছে তার মধ্যে বাংলাদেশ একটি। ’

বাংলাদেশ কি এখন শুধুই ভালো দল? ভয়ংকরও বটে! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতকে যে থাবা দিয়েছিলেন সেটি তো ভোলার কথা নয় মহেন্দ্র সিং ধোনির। তবে ওই ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কথা যেন ভুলে গেছেন ক্যাপ্টেন কুল, ‘বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছি এটা মনে আছে। সেটা তো অনেক ৩-৪ মাস আগের কথা। দুই-একদিনের মধ্যে কিছু ঘটলে হয়তো কিছু বলা যেত!’

বিতর্কিত সিদ্ধান্তগুলোর কথা ভুলে গেছেন ধোনি। মনে রাখেনি বাংলাদেশও।

মাশরাফির কথায়, ‘ওই ম্যাচের কথা আমরা মনে রাখিনি। মনে হয় দলের কেউই আর মনে করছে না। খেলাটা আসলে মাঠেই হয়। খেলা শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলাই। তবে বাংলাদেশের দর্শকরা হয়তো এটা মনে রেখেছে। ’

দুই দলের অধিনায়ক শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও ভেতর ভেতর আগুন হয়তো ঠিকই জ্বলছে। বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে না পেরে নিরব-নিথর হয়ে মুষড়ে পড়েছিলেন মাশরাফিরা তা আসলেই ভুলতে পারেন নি দর্শকরা। ভারতকে এই সিরিজে হারানো গেলেই হয়তো ক্ষতটা শুকাবে দর্শকদের।

মাশরাফিবাহিনী যে নিরাশ করবেন না সেটাও বিশ্বাস করতে চায় দর্শকরা। তা না হলে কেন-ই বা মাশরাফি ভাববেন দর্শকদের নিয়ে!

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই দর্শকরাই হয়ে উঠতে পারে ম্যাচের গুরুত্বপূর্ণ একটি অংশ। বাংলাদেশের দর্শকদের ক্রিকেট প্রিয়তা সবারই জানা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়ে যারা বিশ্বকাপের ম্যাচ দেখতে পারেন নি। তাদের জন্য মিরপুরই হয়তো হয়ে উঠতে পারে আরেকটি মেলবোর্ন!

ভারতের অধিনায়কের ভয় রয়েছে বাংলাদেশের দর্শক নিয়ে, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট খুব ভালোবাসে। খেলা হলে স্টেডিয়ামের গ্যালারি শতভাগ পূর্ণ থাকে। এমন দর্শক উন্মাদনা অনেক সময় সফরকারী দলের জন্য চাপেরও। ’

বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডে ম্যাচের সব টিকেট ইতিমধ্যে চলে গেছে টাইগারভক্তদের কাছে-এটা জেনে হয়তো চাপ আরো বাড়তে পারে ভারতীয় শিবিরে!

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক/লিটন কুমার দাশ/রনি তালুকদার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।

পাঠকদের জন্য বাংলাদেশ-ভারত ম্যাচের কিছু পরিসংখ্যান:

* ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের ( ১৫ ম্যাচে ৪৪৮)।

*ভারতের বিপক্ষে বর্তমান দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট মাশরাফি বিন মর্তুজার (১৩ ম্যাচে ১৬ উইকেট)।

*বাংলাদেশ-ভারতের মধ্যে এটি চতুর্থ দ্বিপক্ষীয় সিরিজ। এর আগে ২০০৪, ২০০৭ ও ২০১৪ সালে দ্বি-পক্ষীয় সিরিজ খেলেছিল দু’দল।

* এই দুই দলের মধ্যে ফল হওয়া শেষ ১১টি ওয়ানডের মধ্যে ৮টিতেই পরে ব্যাট করা দল জিতেছে।

* ২০১৪ সালের জুনে ঢাকায় শেষবারের মুখোমুখি লড়াইয়ে ভারত ১০৫ রানে অলআউট হওয়ার পরও তারা বাংলাদেশের ইনিংস ৫৮ রানে গুটিয়ে দিয়ে ম্যাচটি জিতে নেয়।

* বাংলাদেশের বিপক্ষে ৭ ইনিংসের ৫টিতে ৫০ বা তার বেশি রান করেন কোহলি (এর মধ্যে ৩টি শতক রয়েছে)।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসকে/এমএমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।