ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন হেনরিকেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন হেনরিকেস ছবি: সংগৃহীত

ঢাকা: দুই দিন থাকার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মইসেস হেনরিকেসকে। এক ঘোষণার মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছে ইংলিশ ন্যাটওয়েস্ট টি-২০ লিগে তার দল সারে।



এর আগে লিগের ম্যাচে সাসেক্সের বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে হেনরিকেস ও তারই সতীর্থ রয় বার্ন মুখোমুখি সংঘর্ষে আঘাত পান। পরে দু’জনের অবস্থা গুরুতর দেখলে সঙ্গে সঙ্গেই তাদের হাসপাতালে নেয়া হয়।

বার্নকে গত সোমবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তার চোখের নিচে কয়েকটি শেলাই করা হয়েছিল। তবে হাসপাতালে আরো ২৪ ঘণ্টা থাকা হেনরিকেসকে দ্বিতীয়বারের মত দাঁতের অপারেশন চালাতে হয়।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।