ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিষেক হচ্ছে মুস্তাফিজ ও লিটনের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
অভিষেক হচ্ছে মুস্তাফিজ ও লিটনের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের হয়ে এ ম্যাচে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাশের।



আজ ম্যাচের আগে দলের ওয়ার্ম-আপ শেষে বাংলাদেশ ওডিআই দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা ওয়ানডে ক্যাপ পড়িয়ে দেন মুস্তাফিজ ও লিটনকে।

মুস্তাফিজ এর আগে জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে দারুণ বোলিং করে সমর্থকদের মন যুগিয়েছিল। অন্যদিকে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রহকারী লিটন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে নজরকাড়া ব্যাটিং করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘন্টা, জুন ১৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।