ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে বাংলাদেশের যত জয়

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ভারতের বিপক্ষে বাংলাদেশের যত জয় ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ খেলে ১৯৮৮ সালের উইলস এশিয়া কাপে। চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে গাজী আশরাফ হোসেন লিপুর বাংলাদেশ দল হারে ৯ উইকেটের ব্যবধানে।

১৯৮৮ থেকে ১৯৯৮ এ ১০ বছরে ভারতের বিপক্ষে আরো তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। সবগুলোতেই ৯ উইকেটের ব্যবধানে হার মানে টাইগাররা।

১৯৯৮ সালে ইন্ডিপেন্ডেন্স কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কঠিন লড়াই করে হারে বাংলাদেশ। এর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এসে ধরা দেয় ২০০৪ সালে।   ২০০৭ বিশ্বকাপ ও ২০১২ সালের এশিয়া কাপে ভারতকে হারায় বাংলাদেশ।

গেল বিশ্বকাপে ভারতকে হারানোর সুযোগ এলেও বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে ম্যাচ হারে বাংলাদেশ। বিশ্বকাপ আসরসহ বাংলাদেশ-ভারত এ পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ২৯ বার। এর মধ্যে ২৫ ম্যাচে জয় পায় ভারত। বাংলাদেশ জিতে ৩ ম্যাচে। পরিত্যক্ত হয় একটি ম্যাচ।
 
জয় পাওয়া ম্যাচগুলো

২০০৪ সাল: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসে ভারত। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে হারের পর ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বাংলাদেশের  শততম ওয়ানডে ম্যাচটিকে স্মরণীয় করেন মাশরাফি-আফতাব-রফিকরা। বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আফতাব আহমেদের অর্ধশতক (৬৭) ও মাশরাফি বিন মর্তুজার অপরাজিত ৩১ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে বাংলাদেশ।
 
২৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২১৪ রানে গুটিয়ে যায় সফরকারী ভারত। ১৫ রানের জয় পায় হাবিবুল বাশারের দল। মাশরাফি বিন মর্তুজা, তাপশ বৈশ্য, খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ রফিক দু’টি করে উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যান অব দ্য ম্যাচ হন মাশরাফি।
 
২০০৭ সাল: ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ। পোর্ট অব স্পেনের কুইন্সপার্ক ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে মাশরাফি-রাজ্জাক-রফিকদের বোলিং তোপে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় রাহুল দ্রাবিড়ের ভারত।

জবাবে তামিম ইকবাল (৫১), মুশফিকুর রহিম (৫৬) ও সাকিব আল হাসানের (৫৩) অর্ধশতকে ৯ বল ও  পাঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় ঘটে ভারতের। এই ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচ হন মাশরাফি।
 
২০১২ সাল: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে ভারতকে পাঁচ উইকেটে হারায় বাংলাদেশ। ২৮৯ রান তাড়া করে ম্যাচ জেতে মুশফিকুর রহিমের দল। শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি (১১৪), বিরাট কোহলি (৬৬) ও সুরেশ রায়নার (৫১) ফিফটিতে ভর করে পঞ্চাশ ওভারে পাঁচ উইকেটে ২৮৯ রান করে মহেন্দ্র সিং ধোনির দল।

জবাবে তামিম ইকবাল (৭০), জহুরুল ইসলাম (৫৩) ও নাসির হোসেনের (৫৪) অর্ধশতকে চার বল ও পাঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ দল। ৩১ বলে ৪৯ রানের গুরুত্বপূর্ন ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব আল হাসান। অধিনায়ক মুশফিক ২৫ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।