ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজ ও লিটনের অভিষেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
মুস্তাফিজ ও লিটনের অভিষেক

মিরপুর থেকে: ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিয়ে অভিষেক হলো তরুণ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের। একই সঙ্গে অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটনকুমার দাসেরও।



বৃহস্পপতিবার (১৮ জুন) মিরপুরে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা ওয়ানডে ক্যাপ পড়িয়ে দেন মুস্তাফিজ ও লিটনকে।

নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতের চোটের কারণে এবং টেস্টে ম্যাচে সন্তোষজনক পারফর্ম করায় লিটনের অভিষেক হওয়ার কথা প্রায় নিশ্চিত ছিল।

কিন্তু তরুণ বাঁহাতি বোলার মুস্তাফিজুরের অভিষেক নিয়ে ছিলো সংশয়। ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের কাকে বসিয়ে মুস্তাফিজকে জায়গা দেওয়া হবে তাই নিয়ে ছিল প্রশ্ন। অবশেষে ক্যাপ্টেন মাশরাফি প্রথমবারের মতো চার পেসার নিয়েই দল সাজান।

মুস্তাফিজ এর আগে জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে দারুণ বোলিং করে সমর্থকদের মন যুগিয়েছিল। অন্যদিকে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রহকারী লিটন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে নজরকাড়া ব্যাটিং করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।