ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতক সৌম্যের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতক সৌম্যের ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়েছেন সৌম্য সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।



ভারতীয় বোলারদের সাবলীল ভঙ্গিতে খেলে ৮টি চার ও ১টি ছয়ের মারে অর্ধশতক তুলে নেন সৌম্য। অর্ধশতকের পর দুর্ভগ্যজনকভাবে রায়নার সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন তিনি।

৪০ বলে ৫৪ রান সংগ্রহ করেন এই ‍স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমজেএফ/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।