ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নেমেই দেশের পক্ষে রেকর্ড গড়লেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছেন এই দুই ব্যাটসম্যান।



মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিম ও সৌম্য ওপেনিং জুটিতে ১০২ রান করেন। ব্যক্তিগত ৫৪ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। ২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে হাফ সেঞ্চুরি তুলে নেন। অপর প্রান্তে একদিনের ক্রিকেটে ত্রিশতম অর্ধশতক পূরণ করেন তামিম।

এর আগে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ডটি তামিম ও ইমরুল কায়েসের দখলে ছিল। ২০১০ সালের জানুয়ারিতে মিরপুর স্টেডিয়ামেই তারা ৮০ রানের ওপেনিং জুটি গড়েন। ২০০৭ সালে তৃতীয় সর্বোচ্চ ৭৮ রানের পার্টনারশিপ গড়েন জাবেদ ওমর ও তামিম।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংখ্যক সাতটি পার্টনারশিপের তালিকার মধ্যে ছয়টিতেই তামিমের নাম রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।