ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে থামলো দর্শকের গর্জন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
বৃষ্টিতে থামলো দর্শকের গর্জন ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

মিরপুর থেকে: ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ-ভারত ওয়ানডে লড়াই। অথচ ম্যাচ শুরুর কয়েক মুহূর্ত আগেও গ্যালারির অধিকাংশ আসনই ছিল ফাঁকা।

তবে ম্যাচ শুরুর কিছুক্ষনের মধ্যেই পূর্ণ হয়ে উঠে গ্যালারি। তামিম-সৌম্যর চার-ছক্কার বৃষ্টিতে গর্জে ওঠে টাইগার সমর্থকরা।

‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত হয় গোটা স্টেডিয়াম। ৪০ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলে সৌম্য সরকার রান আউট হয়ে বিদায় নিলে গ্যালারির গর্জন কিছুটা থামে। সৌম্যর বিদায়ের পরও রানের গতি থামাননি তামিম। তামিমের ব্যাট ঠিকই মাতিয়ে রাখে দর্শকদের। তবে এবার প্রকৃতির বৃষ্টি মাঠে নেমে আসায় বন্ধ রয়েছে  খেলা, থেমেছে দর্শকদের গর্জনও।

দ্রুতই মিরপুরে মেঘ সরে গিয়ে সূর্য হেসে উঠবে-এমন অপেক্ষাতেই রয়েছেন মাঠ ও মাঠের বাইরের দর্শকরা।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ১৮ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।