মিরপুর থেকে: ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ-ভারত ওয়ানডে লড়াই। অথচ ম্যাচ শুরুর কয়েক মুহূর্ত আগেও গ্যালারির অধিকাংশ আসনই ছিল ফাঁকা।
‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত হয় গোটা স্টেডিয়াম। ৪০ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলে সৌম্য সরকার রান আউট হয়ে বিদায় নিলে গ্যালারির গর্জন কিছুটা থামে। সৌম্যর বিদায়ের পরও রানের গতি থামাননি তামিম। তামিমের ব্যাট ঠিকই মাতিয়ে রাখে দর্শকদের। তবে এবার প্রকৃতির বৃষ্টি মাঠে নেমে আসায় বন্ধ রয়েছে খেলা, থেমেছে দর্শকদের গর্জনও।
দ্রুতই মিরপুরে মেঘ সরে গিয়ে সূর্য হেসে উঠবে-এমন অপেক্ষাতেই রয়েছেন মাঠ ও মাঠের বাইরের দর্শকরা।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ১৮ জুন ২০১৫
এসকে/এমআর