ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফর্মে থাকা তামিমের ৩০তম অর্ধশতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ফর্মে থাকা তামিমের ৩০তম অর্ধশতক ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: সৌম্য সরকার অর্ধশতক করে রান আউট হয়ে সাজঘরে ফেরার পর অর্ধশতক তুলে নিয়েছেন দেশ সেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৮ জুন) মিরপুরে শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে খেলতে নামা দুই ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের তুলোধুনো করে তুলে নেন অর্ধশতক।



৪০ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। অন্যপ্রান্তে অর্ধশতক নিয়ে অপরাজিত রয়েছেন তামিম ইকবাল।

৭টি চার ও ১টি ছয়ের মারের তামিম সাজিয়েছেন তার অর্ধশতকের ইনিংসটি। ভারতের বিপক্ষে হাঁকানো এটি তার ক্যারিয়ারের ৩০তম অর্ধশতক।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।