ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের বিপক্ষে ওয়‍ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দু্ই বল বাকি থাকতে ৩০৭ রানে অলআউট হয় টাইগাররা।

এ নিয়ে নবমবারের মতো তিনশ রানের মাইলফলক স্পর্শ করেছে স্বাগতিকরা।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ১০২ রান করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। সৌম্য ব্যক্তিগত ৫৪ রানে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন। তামিমের ব্যাট থেকে সর্বোচ্চ ৬০ রান আসে। সাকিব আল হাসান ৫২, সাব্বির রহমান ৪১ ও নাসির হোসেন ৩৪ রান করে আউট হন।

এর আগে ২০১০ সালের জানুয়ারিতে মিরপুরেই ভারতের বিপক্ষে ছয় উইকেটে ২৯৬ রান করে বাংলাদেশ। এটিই এতদিন টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল।

ওয়ানডেতে বাংলাদেশ সর্বোচ্চ ৩২৯ রান করে পাকিস্তানের বিপক্ষে। এ বছরের এপ্রিলে পাকিস্তানকে হোয়াইওয়াশ করা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই রেকর্ড গড়ে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।