ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওডিআই’তেও মুস্তাফিজের চমক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ওডিআই’তেও মুস্তাফিজের চমক ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

মিরপুর থেকে: ভারতের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই খবরটা প্রথমে মুস্তাফিজের কাছে অবিশ্বাস্য ছিল! সিরিজের প্রথম ওয়ানেডেতেই যে ওয়ানডে ক্যাপ পরবেন এটিই হয়তো ভাবেননি তিনি।

তবে বাঁহাতি এই পেসারের মধ্যে নিশ্চিত সম্ভাবনা দেখেছিলেন টিম ম্যানেজম্যান্টের সবাই।

তাইতো আর অপেক্ষা করতে হয়নি সাতক্ষীরার ছেলে মুস্তাফিজের। ১৯ বছর বয়সী এই তরুণ ওয়ানডেতেও চমকে দিচ্ছেন!

মিরপুরে ৩০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভারতকে ২২৮ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এই ম্যাচেই ভারতীয় পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে জয় তুলে নিতে সবচেয়ে বেশি অবদান রাখেন মুস্তাফিজ।

এদিন উইকেট শিকার শুরু করেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা উইকেট তুলে নিয়ে। এরপর তুলে অন্যতম সেরা ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের উইকেট। পরে একে একে আরও তিনটি উইকেট তুলে নিয়ে অভিষেক ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন তিনি।

গেল পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট নিয়ে সবার নজর কাড়েন মুস্তাফিজ। তখন সবাই বলেছিল এ ছেলেকে দিয়ে ভারতের সঙ্গে চমক দেখানো হবে। আর ভারতের বিপক্ষে সুযোগ পেয়েই সেই চমকের ট্রেলর প্রথম ওডিআইতে দেখাতে শুরু করেছেন মুস্তাফিজ! 

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫/আপডেট: ০৮১৬ ঘণ্টা, ১৯ জুন
এসকে/এসএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।