ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

হেরে বিস্মিত নন ধোনি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
হেরে বিস্মিত নন ধোনি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের কাছে ৭৯ রানের বড় ব্যবধানে হার মেনেছে ভারত। তিন ম্যাচের সিরিজে সফরকারীরা পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে।

  বাংলাদেশের কাছে এমন হারে মোটেও বিস্মিত নন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘বাংলাদেশের কাছে হেরে আমি বিস্মিত নই।   বর্তমান সময়ে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাছাড়া বড় পার্টনারশিপ না হলে ৩০৭ রান অতিক্রম করে জেতা সহজও নয়। এই দিনটিতে আমরা ভালো খেলিনি। ’

মিডল অর্ডারে পার্টনারশিপ গড়তে না পারার কারণে হারতে হয়েছে বলে মনে করেন ভারত দলপতি। ধোনি বলেন, ‘তিন’শ বা তিনশ’র বেশি স্কোর চেজ করতে হলে পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ন। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সেটা করতে পারেনি। বাংলাদেশের বোলাররাও নিজেদের মাঠে ভালো জায়গায় বল করেছে। ’

সামনের দুটি ম্যাচের মধ্যে আর একটি ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে ভারতের। এমন অবস্থায় দাঁড়িয়ে সামনের দুটি ম্যাচ কতুটুকু চ্যালেঞ্জের-এই প্রশ্নের জবাবে ধোনি বলেন, অবশ্যই এটা কঠিন চ্যালেঞ্জ। ’

আগামি রোববার (২১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।   ২৪ জুন একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।