ঢাকা: ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই দাপুটে জয় পাওয়ায় মাশরাফি-সাকিব-মুস্তাফিজদের স্ব-শরীরে অভিনন্দন জানাতে হোটেল সোনারগাঁওয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে বাংলাদেশ দলের টিম হোটেলে পৌঁছান পাপন।
এসময় তিনি খেলোয়াড়দের জয়ের ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার ভারতকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে মাশরাফি বাহিনী। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার থেকে দুই বল বাকি থাকতে ৩০৭ রানে অলআউট হয় টাইগাররা। এটি ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
ওপেনিং জুটিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১০২ রান তোলেন তামিম ইকবাল (৬০) ও সৌম্য সরকার (৫৪)। সাকিব আল হাসান ৫২, সাব্বির রাহমান ৪১, নাসির হোসেন ৩৪ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যাট থেকে ২১ রান আসে।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৯৫ রান তোলার পর ভারতের প্রথম উইকেটের পতন ঘটে। তাসকিন আহমেদের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে তালুবন্দি হন শিখর ধাওয়ান (৩০)। এর পর আরো ২০ রান যোগ হতেই অভিষিক্ত মুস্তাফিজুর রহমান ও তাসকিনের বোলিং তোপে টপ অর্ডারের আরো তিন ব্যাটসম্যানকে হারায় ভারত।
পাঁচ উইকেট নিয়ে ভারতকে একাই বিধ্বস্ত করে মুস্তাফিজ। ১৯ বছর বয়সী এই বাঁহাতি বোলার ভারতের শেষ ভরসা সুরেশ রায়না (৪০) ও রবীন্দ্র জাদেজাকে (৩২) ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশের হয়ে তাসকিন দু’টি, সাকিব দু’টি ও মাশরাফি একটি উইকেট লাভ করেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আরএম