ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের জয়ে চমকিত নন গাভাস্কার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
বাংলাদেশের জয়ে চমকিত নন গাভাস্কার সুনীল গাভাস্কার

ঢাকা: ভারতের বিপক্ষে টাইগারদের জয়ে চমকিত নন বলে জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানতে চাইলে এমনটিই বলেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড গাভাস্কার।



‍উপস্থাপক লিখিল নাজের প্রশ্নের উত্তরে স্কাইপেতে ‍ লন্ডনে অবস্থানরত গাভাস্কার বলেন, গত কয়েক বছর ধরে সীমিত ওভার ক্রিকেটে বাংলাদেশ দিন দিন উন্নতি করছে। তারা যত বেশি ম্যাচ খেলবে তত বেশি উন্নতি করবে।

ম্যাচ হারের পেছনে ভারত কোনো ‘অজুহাত’ দিতে পারবে না উল্লেখ করে গাভাস্কার বলেন, তারা ভালো দল নিয়ে খেলেছে। দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় ছিল।

একদিনের ক্রিকেটে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে গাভাস্কার বলেন, স্থানীয় লিগ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলোয়াড়দের পারফরম্যান্সে ভূমিকা রাখছে। কারণ, এতে অনেক বিদেশি খেলোয়াড় অংশ নিচ্ছে, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছে।

এ সময় মেলবোর্নের কোয়ার্টার ফাইনালের প্রসঙ্গ টানতে চাইলে তা এড়িয়ে যান সাবেক এ ভারতীয় অধিনায়ক।

বাংলাদেশ-ভারতের মধ্যকার তিনম্যাচ সিরিজের প্রথমটিতে সফরকারীদের ৭৯ রানে হারিয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। তিন বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি অভিষিক্ত মুস্তাফিজের পাঁচ উইকেট জয়ে মূল ভূমিকা রাখে।

এমন জয়ের পর টাইগারদের প্রশংসায় নেমে পড়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোও। এজন্য একের পর এক সংবাদ প্রচার করে, যেখানে উঠে আসে তরুণ তুর্কি মুস্তাফিজের নাম।

** ভারতীয় সংবাদমাধ্যমে টাইগারদের প্রশংসা

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।