ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

রায়নার কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
রায়নার কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই লজ্জাজনক পরাজয় বরণ করে ভারত। তবে, পরবর্তী ম্যাচেই ঘরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না।



বৃহস্পতিবার (১৮ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নেয় বাংলাদেশ।

বিসিসিআই’র অফিসিয়াল সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের হারের কারণ ও পরবর্তী ম্যাচে নিজেদের লক্ষ্যের কথা তুলে ধরেন রায়না। তিনি বলেন, ‘পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজুর স্লো বলে আমাদের সেট ব্যাটসম্যানদের আউট করেছে। জাদেজাকে সঙ্গে নিয়ে যখন ব্যাট করছিলাম তখন মনে হচ্ছিল, আমরা দু’জন আরো পাঁচ ওভার উইকেটে থাকতে পারলে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু, ভাগ্য আমাদের সহায় ছিল না। ’

বাংলাদেশ দলেরও প্রশংসা করেন রায়না। ‘ক্রিকেটে বাংলাদেশ দল প্রতিনিয়তই উন্নতি করছে। কিন্তু, আমরা অন্য লেভেলের। এই ম্যাচে আমরা মোটেও ভালো খেলতে পারিনি। তবে, এখনো দুই ম্যাচ বাকি রয়েছে। দাপটের সঙ্গে সিরিজে ফেরার জন্য নিজেদের সর্বশক্তি প্রয়োগ করব। একটি পরাজয়ে আমাদের খারাপ দল ভাবা যাবে না। ’

২১ জুন (রোববার) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।