ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির নেতৃত্ব গুণেই ডুবলো ভারত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
মাশরাফির নেতৃত্ব গুণেই ডুবলো ভারত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭৯ রানে হেরেছে ভারত। ক্রিকেট বোদ্ধারা এরইমধ্যে এ হারের কারণ খুঁজতে বিভিন্ন বিশ্লেষণে বসেছেন।

  জেনে নেওয়া যাক ভারতীয় দলের নাস্তানাবুদ হওয়ার প্রধান পাঁচ কারণ।

মুস্তাফিজুরের ‘বাঘা’ চমক
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী লিকলিকে মুস্তাফিজুর রহমানের। অভিষেকে মুস্তাফিজুর চমকে দিতে পারেন- এমন প্রত্যাশা টাইগারভক্তদের থাকলেও মুস্তাফিজুর যে খুনে চমক দেখিয়েছেন তা নিশ্চয় কল্পনাও করেনি ভারত। তার বিষাক্ত কার্টার ও ঘোরে ফেলা স্লোয়ারেই মূলত ভেঙে পড়ে বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। মুস্তাফিজুরের এই ‘বাঘা’ চমক হজম করতে না পেরে মেজাজ হারিয়ে ফেলেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনিই। যার ফল পড়ে তার ব্যাটিংয়ে, পরের ওভারে ৫ রানে ফিরতে হয় হেলিকপ্টার শটের আবিষ্কারককে।

টাইগারদের ব্যাটিংয়ের দুর্দান্ত সূচনা
ভারতের বিপক্ষে জয়ের ভিতটা গড়ে দেন মূলত টাইগার ওপেনার দুই-ই। তামিম (৬০) ও সৌম্য সরকারের (৫৪) ব্যাটে ১০২ রান এলে সেই ভিতের ওপর দাঁড়িয়ে বিশাল স্কোর গড়তে সমর্থ হয় বাংলাদেশি ব্যাটসম্যানরা। আর চার পেসার দিয়ে সাজানো বাংলাদেশ বোলিংয়ের বিপক্ষে ব্যাটে নেমে এই রানের চাপেই স্নায়ু দুর্বল হয়ে পড়ে ধাওয়ান-রোহিত-কোহলি-ধোনি-রায়নাদের। দুর্বলতার সেই জায়গা থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি ধোনি বাহিনীর।

রান খরায় ‘দ্য ফিনিশার’ ধোনি
মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় ‘দ্য ফিনিশার’। কিন্তু তিনি তার কাজটা ইদানীং করতে পারছেন না। ভারতের হয়ে বিশ্বকাপের সেমিফাইনাল এবং সদ্য শেষ হওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও ধোনির ব্যাট কথা বলেনি।

‘বিরাট’ ব্যর্থতা
ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত থেকে এখনও বের হতে পারেননি। বৃহস্পতিবারের ম্যাচেও তিনি চরম ব্যর্থ। এ ম্যাচে করেছেন এক রান। বিশ্বকাপে রুবেল তাকে প্যাভিলিয়নে ফেরালেও এবার তার উইকেট খেয়েছেন তাসকিন।

মাশরাফির অধিনায়কত্ব
ব্যাটে-বলে সমানভাবে যে অধিনায়ক পারফর্ম করে তাকে তো সুপার ক্যাপ্টেন বলাই যায়! টাইগার দলপতি মাশরাফিকে এখন বাংলাদেশের সুপার ক্যাপ্টেন বলা হচ্ছে। ব্যাট হাতে ২১ রানের পাশাপাশি তিনি নিয়েছেন উইকেটও। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার উদ্দীপ্ত অধিনায়কত্ব।

বৃহস্পতিবারের এ ম্যাচে ৭৯ রানের বিশাল জয় তুলে নিয়ে ভারতকে মাটিতে নামিয়ে আনে টিম বাংলাদেশ।

বাংলাদেশ সময়:  ২১৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এইচএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।