ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

সবার ওপরে বিস্ময়বালক মুস্তাফিজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ২১, ২০১৫
সবার ওপরে বিস্ময়বালক মুস্তাফিজ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতীয় ব্যাটিং লাইনআপ তছনছ করে দিয়ে বিস্ময়কর বিশ্বরেকর্ডের ঈর্ষণীয় আসনে বসে গেলেন টাইগার মুস্তাফিজুর রহমান।

অভিষেক ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট শিকারের পর দ্বিতীয় ওয়ানডেতে ছয় উইকেট ঝুলিতে পুরে অসম্ভব এ কীর্তি গড়েছেন সাতক্ষীরার তরুণ তুর্কি।



ক্যারিয়ারের প্রথম দু’ ওয়ানডে খেলায় পাঁচ উইকেট করে ১০ উইকেট শিকারের রেকর্ড জিম্বাবুইয়ান বোলার ব্রায়ান ভিটোরির থাকলেও তাকেও ছাড়িয়ে গেলেন বিষাক্ত কার্টার ছোঁড়া মুস্তাফিজুর। অভিষেক ম্যাচে পাঁচ ও রোববারের (২১ জুন) দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট তুলে নিয়ে মোট এগারো উইকেট শিকারের অনন্য নজির গড়লেন তিনি।

মুস্তাফিজুরের বোলিং তাণ্ডবে দিশেহারা হয়ে ভারত ২০০ রানেই গুটিয়ে যায়। এ ম্যাচে তার শিকার হন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, এ আর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা।

প্রথম ম্যাচে এ টাইগার শিকার করেছিলেন রোহিত, আজিঙ্কা রাহানে, রায়না, রবিন্দ্র জাদেজা ও অশ্বিনের উইকেট।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এইচএ

** বিধ্বংসী মুস্তাফিজের বিস্ময়কর বিশ্বরেকর্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।