ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়াকারকে ছোঁয়ার অপেক্ষায় মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুন ২১, ২০১৫
ওয়াকারকে ছোঁয়ার অপেক্ষায় মুস্তাফিজ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে একদিকে যেমন জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরির রেকর্ডে ভাগ বসিয়েছেন, ঠিক তেমনি পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াকার ইউনিসকে ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন মুস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচে পাঁচ উইকেট পেলেও রোববার সেটিকেও ছাড়িয়ে যান মুস্তাফিজ।

প্যাভিলিয়নে ফেরান ভারতের ছয় ব্যাটসম্যানকে। এর মধ্য দিয়েই মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এক ম্যাচে ছয় উইকেট নিলেন এই বাঁহাতি পেসার।

বাংলাদেশের বিপক্ষেই ভিটোরির ওয়ানডে অভিষেক ঘটে। হারারেতে ২০১১ সালের ১২ ও ১৪ আগস্ট টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়েন এই বাঁহাতি পেসার। আজ (রোববার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়‍ামে দ্বিতীয় অভিষিক্ত বোলার হিসেবে এই কীর্তি গড়েন ১৯ বছর বয়সী মুস্তাফিজ।

অভিষিক্ত বোলারের হিসেব বাদ দিলে একদিনের ক্রিকেটে অনেকেই টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার গ্যারি গিলমার, রায়ান হ্যারিস, মিচেল স্টার্ক ও পাকিস্তানের ওয়াকার ইউনিস, আকিব জাভেদ, সাকলাইন মুস্তাক ও আজহার মাহমুদ রয়েছেন। এর মধ্যে ওয়াকারই একমাত্র বোলার যিনি দুইবার এই কীর্তি গড়েন।

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথম দুই ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে পারলেই আরো অনন্য উচ্চতায় পৌঁছাবেন মুস্তাফিজ। নাম লেখাবেন কিংবদন্তি ওয়াকারের পাশে।

ওয়াকার ছাড়া ওয়ানডে ক্রিকেটে টানা তিন ম্যাচে কোনো বোলারই পাঁচ উইকেট নিতে পারেন নি। ঘরের মাটিতে ১৯৯০ সালের ৪ ও ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেন এই ডানহাতি পেসার।

দু’দিন পর করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেন ওয়াকার। এর পর ক্রিকেট বিশ্বে অনেক তারকা বোলারের আবির্ভাব ঘটলেও কেউই এই কীর্তি গড়তে পারেন নি।

মুস্তাফিজ দীর্ঘ ২৫ বছরের রেকর্ড স্পর্শ করতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়। বুধবারের (২৪ জুন) ম্যাচের মধ্য দিয়েই এটি নির্ধারিত হবে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।